ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হুররাম সুলতানের চিত্রকর্ম নিলামে ১৭৩০০০ ডলারে বিক্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ১১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতানের একটি চিত্রকর্ম নিলামে ১ লাখ ৭৩ হাজার ডলারে বিক্রি হয়েছে।

গত বুধবার লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে হুররামের বিরল চিত্রকর্মটি নিলামে বিক্রি করে যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতিবিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিস।

ধারণা করা হয়, সুলতান সুলাইমানের স্ত্রীর এ তৈলচিত্রটি ১৬-১৭ শতাব্দীতে আঁকা হয়। ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য এই চিত্রটি আঁকেন। খবর আনাদোলুর।

এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষ্যে। এতে স্থান পায় অন্তত ২০০ শিল্পকর্ম।

মূলত দাসী হিসেবে ইউক্রেনের পশ্চিমাঞ্চল রোক্সেলানা থেকে হুররামকে সুলতান সুলাইমানের হেরেমে আনা হয়েছিল।

তার রূপ ও প্রজ্ঞার কারণে প্রথা ভেঙে সুলতান তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন।

শেষ পর্যন্ত দরবারের শীর্ষ ক্ষমতাশালী নারী হিসেবে নিজেকে তুলে নেন হুররাম। তার অবিশ্বাস্য অনুপ্রেরণায় মুগ্ধ হন সুলতান।

পাশ্চাত্যে রোক্সেলানা নামে পরিচিত হুররাম সুলতান। পশ্চিমা দেশগুলোতে তাকে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট (মহান সুলাইমান) নামেও ডাকা হয়।

প্রসঙ্গত বাংলাদেশিদের কাছে হুররাম সুলতানের পরিচয় হয় তুরস্কে নির্মিত সুলতান সুলেমান ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিক বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়।

ফিলিস্তিনের জেরুজালেমের উন্নয়নেও বিশাল অবদান আছে হুররাম সুলতানের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হুররাম সুলতানের চিত্রকর্ম নিলামে ১৭৩০০০ ডলারে বিক্রি

আপডেট টাইম : ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতানের একটি চিত্রকর্ম নিলামে ১ লাখ ৭৩ হাজার ডলারে বিক্রি হয়েছে।

গত বুধবার লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে হুররামের বিরল চিত্রকর্মটি নিলামে বিক্রি করে যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতিবিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিস।

ধারণা করা হয়, সুলতান সুলাইমানের স্ত্রীর এ তৈলচিত্রটি ১৬-১৭ শতাব্দীতে আঁকা হয়। ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য এই চিত্রটি আঁকেন। খবর আনাদোলুর।

এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষ্যে। এতে স্থান পায় অন্তত ২০০ শিল্পকর্ম।

মূলত দাসী হিসেবে ইউক্রেনের পশ্চিমাঞ্চল রোক্সেলানা থেকে হুররামকে সুলতান সুলাইমানের হেরেমে আনা হয়েছিল।

তার রূপ ও প্রজ্ঞার কারণে প্রথা ভেঙে সুলতান তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন।

শেষ পর্যন্ত দরবারের শীর্ষ ক্ষমতাশালী নারী হিসেবে নিজেকে তুলে নেন হুররাম। তার অবিশ্বাস্য অনুপ্রেরণায় মুগ্ধ হন সুলতান।

পাশ্চাত্যে রোক্সেলানা নামে পরিচিত হুররাম সুলতান। পশ্চিমা দেশগুলোতে তাকে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট (মহান সুলাইমান) নামেও ডাকা হয়।

প্রসঙ্গত বাংলাদেশিদের কাছে হুররাম সুলতানের পরিচয় হয় তুরস্কে নির্মিত সুলতান সুলেমান ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিক বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়।

ফিলিস্তিনের জেরুজালেমের উন্নয়নেও বিশাল অবদান আছে হুররাম সুলতানের।