বিদেশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন বিএনপি নেতারা : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির ভরাডুবি। তাই তৃণমূলে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ।

২৫ মার্চ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের ফোর লেনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাউন্সিল হয় দেশে আর নেতৃত্ব নির্বাচিত হয় বিদেশ থেকে। দলের নেতারা চাতক পাখির

মতো তাকিয়ে আছেন বিদেশের দিকে। কখন শুভ সংবাদ আসবে, কে হবেন দলের মহাসচিব।

বিএনপির এখন একেবারে লেজে গোবরে অবস্থা বলেও মন্তব্য করেন তিনি।

ইউপি নির্বাচনে সহিংসতায় হতাহতের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন। কিছু ঘটনা ঘটবেই। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কসহ আরো চারটি মহাসড়ক ফোর লেনে উন্নীত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, ঢাকা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহীবুল হক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর