হাওর বার্তা ডেস্কঃ দুই দলের বর্তমান অবস্থান যেন ভিন্ন দুটি মেরুতে। বিশ্বকাপের শুরুর আগে দক্ষিণ আফ্রিকা যেখানে নিজেদের সবশেষ ১০ টি-টোয়েন্টির ৯টিতেই জিতেছে, সেখানে অস্ট্রেলিয়া হেরেছে শেষ চার দ্বিপাক্ষিক সিরিজ।
এমন আকাশ-পাতাল পার্থক্য নিয়েই আজ সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে অজিদের মাথা ব্যথার কারণ আছে আরও। ফর্মে নেই দলটির দুই ওপেনারের কেউ।
ডেভিড ওয়ার্নার পার করছেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। ইনজুরি থেকে ফিরে অ্যারন ফিঞ্চও এখনো ফিরে পাননি নিজেকে। তারা ভোগায়, ভুগছে অস্ট্রেলিয়াও। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো রকমে পাওয়া জয়ের পর ফেবারিট ভারতের কাছে উড়ে যাওয়া সেটাই প্রমাণ করে কি-না!
দক্ষিণ আফ্রিকার অবশ্য এত মাথা ব্যথা নেই। টেম্বা বাভুমার অধীনে দারুণ ছন্দে আছে তাদের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচই জিতেছে প্রোটিয়ারা। খারাপ সময় পার করা অস্ট্রেলিয়াকে হারিয়ে তাই নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে মরিয়া কুইন্টন ডি কক, কেশব মহারাজরা।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এ মহারণের আগে চলুন একটিবার দেখে নেয়া যাক টি-টোয়েন্টি ফরম্যাটে দল দুটির কিছু পরিসংখ্যান:-
মোট ম্যাচ ২২
অস্ট্রেলিয়ার জয় ১৩
দক্ষিণ আফ্রিকার জয় ৮
ফলহীন ১
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
অস্ট্রেলিয়া: ২০৯/৩, ব্রিসবেন ২০০৬
দক্ষিণ আফ্রিকা: ২০৪/৭, জোহানেসবার্গ ২০১৬
সর্বনিম্ন দলীয় সংগ্রহ
অস্ট্রেলিয়া: ১৩৯/৮, সেঞ্চুরিয়ান ২০০৯
দক্ষিণ আফ্রিকা: ৮৯, জোহানেসবার্গ ২০২০
সর্বোচ্চ রান
অস্ট্রেলিয়া: ৪৫৭, ডেভিড ওয়ার্নার
দক্ষিণ আফ্রিকা: ৩৭৮, জেপি ডুমিনি
সেরা ইনিংস
অস্ট্রেলিয়া: ৯৬, ড্যামিয়েন মার্টিন
দক্ষিণ আফ্রিকা: ৯৭* হাশিম আমলা
সর্বোচ্চ উইকেট
অস্ট্রেলিয়া: ১২, প্যাট কামিন্স
দক্ষিণ আফ্রিকা: ১০, রবিন পিটারসন
সেরা বোলিং
অস্ট্রেলিয়া: ৫/২৪, অ্যাস্টন অ্যাগার
দক্ষিণ আফ্রিকা: ৩/২১, ডেভিড ওয়াইজ (এখন নামিবিয়ার ক্রিকেটার)