সংসদ অধিবেশন বসছে সোমবার, ৪ জুন বাজেট উত্থাপন

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে সোমবার। বিকাল সাড়ে ৫টায় এ অধিবেশন শুরু হবে। এর আগে বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় সংসদের ষষ্ঠ এ অধিবেশনের মেয়াদসহ কার্যক্রম চূড়ান্ত করা হবে। গ
ত ১১ মে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশনে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশ করা হবে। আগামী ৪ জুন বিকাল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট উপস্থাপন করবেন।
জানা গেছে, বাজেট অধিবেশনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। বাজেট অধিবেশনে বাজেট কার্যক্রমের বাইরে বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।
এর আগে গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়ে গত ২ এপ্রিল শেষ হয়। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ওই দিন সংসদে ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ৩৭ কার্য দিবসে প্রায় ৬০ ঘন্টা ৩০ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ২৩৬ জন সংসদ সদস্য অংশ গ্রহণ করেন। পঞ্চম অধিবেশনে মোট ৩৯ কার্যদিবসের এ অধিবেশনে সরকারি ১১টি বিলের মধ্যে ৮টি সরকারি বিল পাস হয়।
এদিকে একনেকের বৈঠকে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের জন্য বরাদ্দসহ আগামী অর্থবছরের জন্য মোট ১ লাখ ৯৯৭ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এ অনুমোদন দেয়া হয়।
 এছাড়া আগামী অর্থ বছরের বাজেটের আকার ২ লাখ ৯৭ হজার কোটি টাকার বেশি হতে পারে। এরমধ্যে মোট রাজস্ব আয় ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা ধরা হতে পারে। এ আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড খাতে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা এবং বাকী অর্থ এনবিআর বর্হিভূত খাত হতে আয় ধরা হতে পারে। জিডিপি ৭ দশমিক ৬ ধরা হতে পারে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর