হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষাসমূহের মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ।
সোমবার (১৮ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষায় ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। সব বিষয়ে ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় এবং ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিট হবে।
এতে আরও বলা হয়, প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দিগুণ করে ফল নির্ধারণ করা হবে।