পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সু চি

মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি নতুন সরকারের মন্ত্রিসভার যুক্ত হচ্ছেন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত থিন কিয়াও ১৮ সদস্যের মন্ত্রিপরিষদের একটি তালিকা পার্লামেন্টে জমা দিয়েছেন। সেখানে নাম রয়েছে সু চির।

এদিকে, সু চি মন্ত্রিসভায় কোন পদ পাচ্ছেন তা স্পষ্ট করেনি তার দল এনএলডি। তবে বহির্বিশ্বে নিজের ভালো অবস্থানের কারণে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন তিনি।

স্পিকার মান উইন খেইং থান বলেন, আমি মন্ত্রিসভার জন্য মনোনীতদের নামের তালিকা প্রকাশ করছি। নবনির্বাচিত প্রেসিডেন্টই এই নামগুলো প্রস্তাব করেছেন। কে কোন পদের জন্য নির্বাচিত হবেন তা নিয়ে এ সপ্তাহে পার্লামেন্টে ভোট হবে। ভোটের পরে মন্ত্রীরা নিজ নিজ সদস্যপদ পাবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর