ভারতে উত্তরপ্রদেশের দুই সারমেয়র বিয়ে শেষ হতে না হতেই এবার নজির গড়বে গবাদি পশুর বিয়ে দিয়ে। গুজরাটে হোলির পুণ্য তিথিতে সাত পাকে বাঁধা পড়তে চলছে বাগাদানার অর্জুন (ষাঁড়) ও আমেদাবাদের পুনম (গাভী)।
সারা ভারতে এটাই সম্ভবত প্রথম বিবাহ যেখানে মালা বদল ও সিঁদুর দানের ইতিহাস গড়বে এক ষাঁড় ও এক গাভী। পারাসানা দাতব্য সংস্থার উদ্যোগেই আয়োজিত এই বিয়েতে নিমন্ত্রিত ৭০০ অতিথি।
ট্রাস্টের চেয়ারম্যান বিজয়ভাই বলেন, ওর বিয়ে হবে ধুমধাম করেই। পুনমের বিয়ের জন্য সোনার গহনাও তৈরি করা হয়েছে। আমি ৩০ বছর ধরে গবাদি পশুর লালন পালন করে আসছি। এটা ভেবেই ভালো লাগছে গবাদি পশুর প্রতি আমার প্রেম সারা ভারতে একটা উদাহরণ হয়ে থাকবে। পুনম (গাভী) আমার মেয়ে।
সংবাদ শিরোনাম
ষাঁড়-গাভীর বিয়ে, অতিথি ৭০০
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৩৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
- ৪০২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ