স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি যাচ্ছেন প্রেসিডেন্ট

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির বার্লিনে যাচ্ছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ সকালে রাষ্ট্রপ্রধানকে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন।

 তিনি জানান, বার্লিনে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চোখের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের। ১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে প্রেসিডেন্টের।
৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লু-কোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর