মুফতি ইব্রাহীমকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।

এই মামলায় বুধবার মুফতি ইব্রাহীমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার পরিদর্শক মো. আবুল কালাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ ছাড়া প্রতারণার অভিযোগে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে জেড এম রানা নামের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।

এরআগে সোমবার রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর