হাওর বার্তা ডেস্কঃ জাপানি নারী নাকানো এরিকো সব ঝামেলা মিটিয়ে দুই সন্তান ও তাদের বাবাকে নিয়ে দেশে ফিরে যেতে চান। তার এ প্রস্তাব আদালতের কাছে তুলে ধরা হবে।। এরপর আদালত যে সিদ্ধান্ত দেন।
শিশুদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, সবকিছু সমঝোতার দিকে যাচ্ছে। আমরা শিশুদের বাবা ইমরান শরীফের আইনজীবীকে সমঝোতার কথা জানিয়েছি। আশা করছি ভালোভাবে সবকিছু সম্পন্ন হবে।
এর আগে গত ১৬ই সেপ্টেম্বর শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা-মায়ের সমঝোতার বিষয়ে উভয় পক্ষের আইনজীবীদের প্রস্তাব দিয়েছিলেন আদালত। এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে মুরব্বির ভূমিকা পালন করতে বলেছিলেন আদালত। এরপরই সমঝোতার বিষয়টি উঠে আসতে থাকে। আলোচনা শুরু হয় আইনজীবীদের। আদালতে শিশুদের বাবার পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উচ্চ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের আদালত আবারও এ বিষয়ে শুনানি করেন। আদালত আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি রেখেছেন।
গত ১৭ই সেপ্টেম্বর থেকে গুলশানের ভাড়া ফ্ল্যাটে দুই শিশুর সঙ্গে দিনে বাবা ও রাতে মা থাকছেন।