হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতার কারণেই সফলভাবে করোনা মোকাবিলা সম্ভব হয়েছে।
আজ মেহেরপুরে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছে। সরকারের আন্তরিকতার কারণেই এটা সম্ভব হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কাছে সাধারণ মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদেশের মানুষ যেন স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে সরকার সব সময় সেদিকে লক্ষ্য রাখে। এ জন্যই করোনা পরিস্থিতির মাঝেও সরকার একদিকে যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রেখেছে, অন্যদিকে বিধি-নিষেধের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে অনেক দেশই এখন বাংলাদেশকে মডেল হিসেবে বেছে নিয়েছে।
মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোঃ মুনসুর আলম খানের সভাপতিত্ব অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, সিভিল সার্জন ডা: জওয়াহেরুল আনাম সিদ্দিকী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।