হাওর বার্তা ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে এনামুল হক (৪০) নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ছোট খোচাবাড়ি তেঁতুলতলার ঠাকুরগাঁও টু দিনাজপুর হাইওয়ে সড়কের পাশ থেকে এই লাশ উদ্ধা করা হয়। সদর থানার পরিদর্শক তানভীরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে গরু, ছাগল বাঁধতে গেলে স্থানীয়রা সেখানে লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ও সিআইডি’র সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এসময় আলামতও সংগ্রহ করেন।
পরিদর্শক তানভীরুল ইসলাম জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’