চ্যাম্পিয়ন্স লিগের পর এবার ইউরোপা লিগ থেকেও বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেতে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন লুইস ফন গালের শীর্ষরা। ফলে ম্যানইউকে টপকে ৩-১ অ্যাগ্রিগেটে শেষ আট নিশ্চিত করলো অল রেডসরা।
এদিন ম্যাচের শুরুতেই স্বাগতিকদের লিড এনে দেন অ্যান্থনি মার্শাল। চমৎকার পেনাল্টিতে ম্যানইউকে উল্লাসে ভাসান এই ফরাসি স্ট্রাইকার। এক গোল হজম করে আক্রমণের ধার বাড়িয়ে দেন লিভারপুল। প্রথমার্ধের শেষ মুহূর্তে অতিথিদের সমতায় ফেরান ফিলিপ্পে কুতিনহো। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে পড়ে দ্যা রেডসরা। কিন্তু গোল নামক ‘সোনার হরিণের’ দেখা পায়নি কেনো দলই।শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে স্কোর ১-১ রেখেই মাঠ ছাড়েন মাতা-মার্শাল-রাশফোর্ড-ফেলাইনিরা। আর প্রথম লেগের ২-০ গোলকে পুঁজি করে ৩-১ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ক্লপের ছাত্ররা। অপর ম্যাচে বাসেলকে ৩-০ অ্যাগ্রিগেটে হারিয়ে শেষ আটে পা রাখল সেভিয়া।