ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আল্লাহর ৯৯টি নাম আছে। এর মধ্যে কোনোটির সঙ্গে সহিংসতার সম্পর্ক নেই।’ বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বিশ্ব সুফি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। খবর এনডিটিভি।
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের বিভক্ত ও ধ্বংস করছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হলো মানববাদের মূল্যবোধের সঙ্গে অমানবিক শক্তির লড়াই।’
মোদি বলেন, এখন সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এই সময়ে বিশ্বে সুফিবাদের দর্শনের প্রাসঙ্গিকতা রয়েছে।