,

1630697172.received_1185796475257054

নৌকার ধাক্কায় ভাঙল ২২ বছরের সড়কহীন সেতু

হাওর বার্তা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি সেতু নির্মাণের ২২ বছর পরও হয়নি সংযোগ সড়ক। অবশেষে সেতুটি ভেঙে পড়লো নৌকার ধাক্কায়।

স্থানীয়রা জানান, ১৯৯৯ সালে আখাউড়া উপজেলা এলজিইডি’র অধীনে বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। উত্তর-দক্ষিণে লম্বালম্বি সেতুটির দুই গোঁড়ায় মাটি নেই। সেতুটি সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু হওয়ায় দীর্ঘ ২২ বছরের কেউ কখনও ওঠানামা করেনি।

স্থানীয় লোকজন বলেন, সকালে ইট-বোঝাই একটি নৌকার সামনের অংশ সেতুর মাঝখানের পিলারে ধাক্কা দিলে সেতুটি ভেঙে যায়। ভাঙা অংশ নৌকার ওপর পড়লে নৌকাটি খালে ডুবে যায়।

তবে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আখাউড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে সেতুর কাছে পাঠানো হয়। তিনি প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ সেতুটি দিয়ে কৃষ্ণনগর গ্রামে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য বৃহত্তর কুমিল্লা প্রকল্পের (জিসিপি-৪) অধীনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর