হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সফল ক্রিকেটের অধিনায়ক নি”সন্দেহে মাশরাফী বিন মোর্ত্তজা। তার নেতৃত্বে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে আসছিলো বাংলাদেশ, এমন কী চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালেও খেলেছিলেন।
টি-টোয়েন্টি ফরম্যাটেও মাশরাফীর নেতৃত্ব অত্যন্ত দুর্দান্ত ছিল । তার দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অনেক জয় এনে দেন বাংলাদেশকে। ২০১৭ সালে অবসর নেয়ার পর হাত ঘুরে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে থিতু হয়েছে টি-টোয়েন্টির নেতৃত্ব অধিনায়ক ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সর্বোচ্চ ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। এরমধ্যে ১০টি ম্যাচে জয় আসে তার নেতৃত্বে। অধিনায়ক মাশরাফির জয়ের গড় ৩৭.৩ শতাংশ।
মাহমুদউল্লাহর নেতৃত্বে এখন পর্যন্ত ২৩টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। মাশরাফীর চেয়ে ৬ ম্যাচ কম খেলে ১১টি ম্যাচে জিতেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ নেতৃত্বে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের খেলোয়াড় এখন পর্যন্ত সাতজন অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাত অধিনায়ক:
মাহমুদউল্লাহ রিয়াদ: ২৩ ম্যাচে ১০ জয়
মাশরাফী বিন মোর্ত্তজা: ২৮ ম্যাচে ১০ জয়
মুশফিকুর রহিম: ২৩ ম্যাচে ৮ জয়
সাকিব আল হাসান: ২১ ম্যাচে ৭ জয়
মোহাম্মদ আশরাফুল: ১১ ম্যাচে ২ জয়
শাহারিয়ার নাফিস: ১ ম্যাচে ১ জয়
লিটন দাস: ১ ম্যাচে ১ হার……