ফিলিপাইনে হঠাৎ লাপাত্তা বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরির সঙ্গে জড়িত ব্যবসায়ী কিম ওং। তার আইনজীবী বললেন, তিনি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গেছেন।
কিন্তু প্রশ্ন হলো, এতদিন তাকে অসুস্থ বলে শোনা যায়নি। অকস্মাৎ তিনি কি এমন অসুস্থ হলেন যে, তাকে বিদেশে যেতে হলো চিকিৎসা নিতে। তিনি কি রোগে আক্রান্ত তা তার আইনজীবী জানাতে পারেননি। ফলে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে।
লোকজন বলাবলি করছেন, তবে কি তিনি
আইনের হাত থেকে দূরে থাকতে দেশের বাইরে রয়েছেন! মঙ্গলবার ওই দুর্নীতি নিয়ে ফিলিপাইনের সিনেট রিবন কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়। এতে তলব করা হয়েছিল কিম ওংকে।
অন্যরা ঠিকই এতে হাজির হয়েছিলেন। কিন্তু হাজির হননি কিম ওং। শুনানিতে সিনেট কমিটির সচিবালয় থেকে বলা হয়েছে, এ বিষয়ে কিম ওংয়ের আইনজীবী একটি চিঠি লিখেছেন।
তাতে তিনি বলেছেন, তার মক্কেল ৪ মার্চ থেকে দেশের বাইরে রয়েছেন চিকিৎসার জন্য। তাই তিনি এ শুনানিতে উপস্থিত হতে পারছেন না। তবে তিনি কি ধরনের অসুস্থ তা কেউই বলতে পারেননি।
এদিন শুনানিতে হাজিরা দিয়েছিলেন অ্যাকাউন্ট হোল্ডার মাইকেল ক্রুজ, জেসি ল্যাগ্রোসা, আলফ্রেড ভারগারা ও এনরিকো ভাসকুয়েজ।
উপস্থিত ছিলেন রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লরেঞ্জো তান, ব্যাংকের জুপিটার শাখার ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতো। -এমজমিন