টাঙ্গুয়ার হাওরে ঘুরতে ছুটছেন পর্যটকরা

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র গুলো। বৃহস্পতিবার থেকে সব পর্যটনকেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে উম্মুক্ত করে দিচ্ছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

বিধিনিষেধ উঠে যাওয়ায় পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট, বারেকটিলাসহ পর্যটন এলাকায় সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটছেন পর্যটক মালিকরা।

jagonews24

সারাদেশে পর্যটনকেন্দ্রের উপর ১৯ আগস্ট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে অনেক পর্যটকরা মঙ্গলবার ও বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে সুনামগঞ্জের বিভিন্ন হোটেলে থাকছেন।

ঢাকা থেকে ঘুরতে আসা একজন পর্যটক বলেন, ‘পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার জন্য গত মঙ্গলবার সুনামগঞ্জে এসেছি। কিন্তু বিধিনিষেধের কারণে এখনও যেতে পারিনি। দুই দিন সুনামগঞ্জের একটি হোটেলে অবস্থান। এখন টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য পুস্তুতি নিচ্ছি ।’

jagonews24

কুমিল্লা থেকে আসা রিদু মিয়া জাগো নিউজকে বলেন, ‘গত একবছর ধরে টাঙ্গুয়ার হাওর দেখব বলে আশায় আছি। কিন্তু বিধিনিষেধের জন্য আসা হয়নি। বিধিনিষেধ উঠে যাওয়ায় আজ হাওরে ঘুরতে আসলাম।’

সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটক আকরাম উদ্দিন বলেন, ‘এ নিয়ে পাঁচবার সপরিবারে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসছি। আমরা হাওরের সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি। তাই সুযোগ পেলেই পরিবারের সবাই মিলে হাওরে ঘুরতে আসি।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, ‘আজ থেকে সুনামগঞ্জের সকল পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে হাওরের সৌন্দর্য উপভোগ করেন।’

jagonews24

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। আমরা কঠোর নজরদারী রাখব যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে হাওরের সৌন্দর্য উপভোগ করেন।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর