ড.গোলসান আরা বেগমঃ
মুজিব আমার বাংলা মায়ের সুখের হাসি
চিক চিক রোদে সোনা ঝরা স্বপ্ন রাশি
ভোরের পাখির গান, জুড়ায় দেহ প্রাণ
স্বাধীনতার অমর কাব্য মুক্তির অভিধান।
মুজিব আমার পিতা বঙ্গবন্ধু বিশ্ববন্ধু
অমর কাব্যের মহানায়ক সৃষ্টির প্রতিদান
পদ্মা মেঘনার অববাহিকায় ফুটালে ফুল
ঘরে ঘরে থাকবে তোমার অক্ষয় অবদান।
মুজিব তুমি গর্জে ওঠে বলেছিলে মুক্তি চাই
জয় বাংলা স্লোগানে রাজ পথ কাঁপিয়ে
তুলে ছিলে মুক্তির ঝড় বর্জ্য কন্ঠি হুংকারে
তোমার প্রতীক্ষায় করি অপেক্ষা মালা নিয়ে
মুজিব তুমি শিশুদের প্রথম পাঠের কবিতা
লাল সবুজের পতাকা হাতে ডাকে পিতা
শিশু মুজিব তুমি ছিলে অতিশয় মানবিক
চিরকাল থাকবে ফুলের গন্ধে শোকে গাঁথা।