হাওর বার্তা ডেস্কঃ বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিসের সভাপতি অধ্যক্ষ আসাদুল হকেের নেতৃত্বে ভার্চুয়াল আলোচনা সভা আজ রাতে অনুষ্ঠিত হয়।
বাকশিসের সভাপতি অধ্যক্ষ আসাদুল হক ভার্চুয়াল মিটিংয়ে ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং মহান স্বাধীনতার রূপকার। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন। বাঙালির অধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপোসহীন। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং তারই নেতৃত্বে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম প্রতিটি বাঙালির অন্তরে অক্ষয় হয়ে থাকবে।
উক্ত ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন কলেজ শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,মোঃ রফিকুল ইসলাম তেজগাঁও মহিলা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম তৈজগাঁও মহিলা কলেজ, আমিনুল কুকন, একেএম মনিরুজুহা, একেএম মালেক, আঞ্জুমান আর, ফারহানা নাজনীন, গাজী জালাল, মনোয়ার হোসাইন, মোঃ আজহার আলী,মনিরুল ইসলাম, মঞ্জিয়া মজুমদার , মুসলিমা বেগম, প্রফেসার সালাম রেজা সৌরভ ,শারমিন আক্তার আইরিন, হাবিবুর রহমান শেখ, তানিয়া আক্তার, তাসলিমা আক্তার, ডা,আসলাম, খন্দকার সাইফুল ইসলাম, মোঃ ফরিদ আহমেদ, সাইদুজ্জামান, আবু মুসা ও বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ভার্চুয়াল মিটিংয়ে
সভায় বক্তারা বলেছেন, ১৫ আগস্ট বাঙ্গালী জাতির ইতিহাসে কলংকময় একটি দিন। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি ৭১ এর মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে এবং বাংলাদেশকে পুনরায় পাকিস্তানী ভাবধারায় প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস নিয়েছে৷ তারা বলেন ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বর্বর হত্যাকান্ডের পর দীর্ঘ সময় বাঙ্গালী জাতির বিরত্বগাঁথা ইতিহাসের বিকৃতি দেখেছে জাতি। কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে ব্যক্তি বা নেতাকে হত্যা করে কোনদিন একটি আদর্শকে চিরতরে নির্মূল করা যায়না বা ইতিহাসকে মুচে ফেলা যায়না।
তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বমহিমায় আবার উদ্ভাসিত হয়েছে এবং সত্য ইতিহাস জাতির কাছে স্পষ্ট হয়েছে। বক্তারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত অবশিষ্ট খুনিদের দেশে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনার আলোকে এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য মুজিব জন্মশতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে জাতির জনকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও সন্মানিত করার আহবানে জানান।