ড. গোলসান আরা বেগমঃ
সব আগুন নেভানো গেলেও
অশান্তি জ্বলে কলিজার আগুনে
রক্ত ফোটায় লাল রং ছড়িয়ে
দোলে দোল কৃঞ্চচূড়ার ফাগুনে।
হাসি খুশী মুখ রাঙিয়ে
অন্তরে বিষাদ পুড়ায়
গ্রহ তারা আকাশ বাতাস
কেউ না জানতে পায়।
জ্বলে পুড়ে কয়লা হয়
তামা হয় ভালোবাসার রং
কেউ বুঝে কি কেউ বুঝে না
করে রঙ্গরসের রং ঢং।
ছন্দপতন স্বপ্নের ভাঁজে ভাঁজে
কাঁদে আঁচলে চোখ মুছে
রঙ্গরসের এই তো জীবন
সুখ দুঃখ হাঁটে পিছে পিছে।
এসো গল্প করি প্রাণ খুলে
কাঁঠাল পাতার নৌকায় বসে
মন পুড়া আগুনের গাই গান
নিজেকে নিজে ভালোবেসে।।