ড. গোলসান আরা বেগমঃ
পারবে না রে
পারবে না
ছড়িয়ে দিতে চলার পথে
ফুলের কাঁটা
যতই পুড়াও মনটা।
সত্য কথা সুন্দর করে
বলেই যাবো
ফুলের গন্ধ ঘরে ঘরে
পৌঁছে দেবো।
যতই করো তুচ্ছ তাচ্ছিল্য
মিথ্যে ষঢ়যন্ত
মিথ্যে কথার দুষ্টু জালে
করো বিভ্রান্ত।
পারবে না রে
পারবে না
পারবে না ঢেলে দিতে
ফুলের বনে
বিঁষের শস্য দানা।
রক্ত বন্যায় তলিয়ে দিতে
ভালোবাসার রুমাল
নিজেই নিজের জালে ধরা পড়ে
হাটু জলে যাবে ডুবে মরে।
পারবে না রে
পারবে না
হাওয়ার উপর ভেসে
ব্যাঙের হাসি হেসে
নখের উপর ভর করে
দিস না আর যন্ত্রণা।