ড.গোলসান আরা বেগমঃ
পথের ধারে শিশু
কেঁদে কেঁদে বলে
ভাত দে খাবো
ঘুমায় আকাশ তলে ।
পথে শুয়ে বুড়ি
কাঁপে করোনা জ্বরে
কেঁপে কেঁপে বুড়ি
যায় যে মরে।
থালা হাতে বুড়া
টাকা পয়সা চায়
পেটে তার ক্ষুধা
নাই যে উপায়।
ফুটো চালার ঘরে
চাঁদের আলো চমকায়
হাতে ভাতে বাঁচে
লবণ লঙ্কা পান্তায়।
কে করবে তাদের
মুখে আহার যোগাড়
তারাও তো মানুষ
আছে সুখের সংসার।
স্বজন আপন তারা
তোমার ও আমার
তাদের নিয়েই যে
বাংলাদেশ পরিবার।
চলো পাশে দাঁড়াই
গ্রামে তারে ফিরাই
ভিটে ঘর দিয়ে করি
আশ্রয়ন প্রকল্পে ঠাঁই।