ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অভিমানি মানবতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • ১৭৭ বার

 ড. গোলসান আরা বেগমঃ

মানবতা গেলো কোথায়
সে না কি গেছে পঁচে মরে
দেখে কালের নষ্ট অবক্ষয়
অভিমানে ধরফর করে।

মানুষের মগজে মেরুমজ্জায়
ফুলের গন্ধে প্রজাপতির ডানায়
কলমের কালিতে উড়ো চিঠিতে
শিক্ষা শান্তি প্রগতির পাঠশালায়।

মানবতা দেয় না ধরা সহজে
দূ’র্দিনে দু’শাসনে ছন্দ পতনে
মানবতার অভাব ধস নেমেছে
মানবতাকে আনতে হবে টেনে।

মানবতার সুঁই সূঁতা দিয়ে এসো
সেলাই করি মনের দুঃখ যাতনা
মানুষ হবে মানবীয় সুখের স্বজন
থাকবে না কোন দুঃখ বেদনা।

কথায় তর্কে প্রেমের সংলাপে
ফুলের পাপড়ি পাখীর ডানায়
মানবতা নেই তা বলবো না
থমকে গেছে জোয়ার ভাটায়।

জর্দার কৌঠায় মায়ের আঁচলে
ফুলের হাসিতে ছড়ার ঝাঁপিতে
কথনের যতনে মানবতা ব্যথায়
পালিয়েছে পৃথিবীর ভুল পথে।

মানবতার টেক্স দিতে হয় না
অতি নমনীয় সহনীয় হতে
প্রেম প্রীতি ভালোবাসা দিতে
মানবতা দেবতা হতে পারতে।

শিশুর চোখে হৃদয়ের বুকে
সুখের উত্তাপ রসনা দিবে
মানুষের সুখে আঁচল তলায়
তুমি আসবে আসতেই হবে।

দেখে মানুষের দুঃখ ব্যথা
যতই পালন কর নীরবতা
মানু্ুষের দায় দেনা ঘুছাতে
আসতে হবে হে মানবতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অভিমানি মানবতা

আপডেট টাইম : ০২:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১

 ড. গোলসান আরা বেগমঃ

মানবতা গেলো কোথায়
সে না কি গেছে পঁচে মরে
দেখে কালের নষ্ট অবক্ষয়
অভিমানে ধরফর করে।

মানুষের মগজে মেরুমজ্জায়
ফুলের গন্ধে প্রজাপতির ডানায়
কলমের কালিতে উড়ো চিঠিতে
শিক্ষা শান্তি প্রগতির পাঠশালায়।

মানবতা দেয় না ধরা সহজে
দূ’র্দিনে দু’শাসনে ছন্দ পতনে
মানবতার অভাব ধস নেমেছে
মানবতাকে আনতে হবে টেনে।

মানবতার সুঁই সূঁতা দিয়ে এসো
সেলাই করি মনের দুঃখ যাতনা
মানুষ হবে মানবীয় সুখের স্বজন
থাকবে না কোন দুঃখ বেদনা।

কথায় তর্কে প্রেমের সংলাপে
ফুলের পাপড়ি পাখীর ডানায়
মানবতা নেই তা বলবো না
থমকে গেছে জোয়ার ভাটায়।

জর্দার কৌঠায় মায়ের আঁচলে
ফুলের হাসিতে ছড়ার ঝাঁপিতে
কথনের যতনে মানবতা ব্যথায়
পালিয়েছে পৃথিবীর ভুল পথে।

মানবতার টেক্স দিতে হয় না
অতি নমনীয় সহনীয় হতে
প্রেম প্রীতি ভালোবাসা দিতে
মানবতা দেবতা হতে পারতে।

শিশুর চোখে হৃদয়ের বুকে
সুখের উত্তাপ রসনা দিবে
মানুষের সুখে আঁচল তলায়
তুমি আসবে আসতেই হবে।

দেখে মানুষের দুঃখ ব্যথা
যতই পালন কর নীরবতা
মানু্ুষের দায় দেনা ঘুছাতে
আসতে হবে হে মানবতা।