অপেক্ষায় থাকি ৩২ নম্বরে

 ড.গোলসান আরা বেগমঃ

ছুটে এসে পথের ক্লান্তি ঘুমায় এখানে
মূর্ছা যায়।চোখ মুছে।দরফর করে
বৃস্টি স্নাত সহস্র কদম ফুল গড়াগড়ি দেয়
সোনালি রোদ শুয়ে থাকে শোকের জামা গায়ে
বঙ্গবন্ধুর নির্যলা চোখে চুমু খায় কৃতজ্ঞতায়।

এই তো এখানে হাজার বছরের শান্তি মাখা
বাঙালির অহংকারের গৌরবময় ঠিকানা
শিল্পময় কারুকার্য আঁকা জাতির পিতা
নিঃশব্দ বাতাসে উড়ে উড়ে বজ্র কন্ঠি হুংকারে
বলে -এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

রিক্সাওয়ালা, পথচারি,ঠেলাওয়ালা
চাঁদ,তারা,নক্ষত্র,ঘণ কুয়াশা,মেঘলা আকাশ
বিশ্বাসের আলো ছায়া ঝিলমিলিয়ে চমকায়
পদ্মা মেঘনা প্রাণ ফিরে পায় এখানে।

অপেক্ষায় থাকি ৩২ নম্বরে আশা জাগানিয়া মনে
যদি জেগে ওঠে অমর কাব্যের মহানায়ক
বলে- বক্ত যখন দিয়েছি আরো দেবো
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো
আটারো কোটি বাঙালির সোনার বাংলাদেশ গড়বো।

আশার খামে জয়বাংলা স্লোগান ভরে
অপেক্ষায় থাকি ৩২ নম্বরে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর