ড. গোলসান আরা বেগমঃ
আমার দেশে মাটিতে
একটু বসতে দিও
মায়ের আঁচল পেতে
আপন করে নিও।
সুন্দর আমার দেশ
ফুলে ফলে ভরা
রুপ দেখে তোর
রুপে আত্মহারা।
কাঁচা রোদে ধুয়ে
ভোরের আলো ফুটে
পাখীরা গায় গান
এদিক ওদিক ছুটে।
স্বপ্ন আঁকা মাঠে
সোনা রোদ ঝরে
রুপের নেই শেষ
চিক চিক করে।
চোখ ঘুরে বেড়ায়
তারুণ্যে চোখ জুড়ায়
কতো রঙের খেলা
রংধনু রংয়ের ভেলায়।
জন্মে আমি ধন্য
বাংলাদেশের জন্য
জীবন রেখে বাজি
মরতে আমি রাজী।