হাওর বার্তা ডেস্কঃ চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এরমধ্যে হঠাৎ ১ আগস্ট থেকে শিল্পকারখানা খোলার ঘোষণা এসেছে। ঘোষণা শোনার পরেই গ্রাম থেকে ফেরা শুরু করেছে শিল্পকারখানার শ্রমিকেরা। তবে পরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও সিএনজিতে রাতেই ঢাকা ও আশপাশের শিল্প-অঞ্চলে ফিরতে শুরু করেছেন তারা।
শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টায় সরেজমিনে দেখা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে বিভিন্ন উপায়ে ফিরছেন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা। বৃষ্টির মধ্যেও চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে ফিরছে শতশত মানুষ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকা থেকে মাইক্রোবাসে ৮০০ টাকা দিয়ে নামলেন চন্দ্রা। তিনি বলেন, মন্ডল গ্রুপে চাকরি করি। বিকেলে কারখানা খোলার ঘোষণা শোনার পরেই রওনা দিয়েছি, কারণ কাল থেকে রাস্তায় লোকজন বেশি হবে।
এবিষয়ে জানার জন্য হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।