,

IMG_20210726_004252

একবার যদি বলতে

ড.গোলসান আরা বেগমঃ

বেশী নয়।শুধু একবার যদি বলতে
ভালোবাসি তোমায়, শুধু তোমায়
হৃদয় ভিজে দুধের নহর বইতো
বাগানের সবগুলো ফুল উপহার দিতাম
মহাসাগর পাড়ি দিতাম কাগজের নৌকায়।

স্বপ্নগুলো জড়ো করে চোখের তারায়
সাদা পালকে চিঠি লিখে
নির্ঘুমে চুপচাপ বসে থাকতাম সারারাত
ফতুর হয়ে যেতাম ভালোবাসা বিনিময়ে।

একবার যদি ঠোঁট বাড়িয়ে বলতে
হাত কেটে লিখে দিতাম
লালনের গান।যে গান প্রেমের কথা বলে
খামে ভরে রেখে দিয়েছি। কিছুই বললে না।

দেবদাস -পার্বতী,রাঁধা-কৃঞ্চ প্রেম কাতরে
জল পিপাসায় মরলো জলে পুড়ে
কিছু বলো।ক্লান্ত গোধূলি যায়নি ডুবে
জোনাকির আলোতে করবো বরণ গোলাপ ছুঁয়ে।

একবার যদি হাত দু’টো বুকে তুলে বলতে
স্বপ্নে দেখেছি যে গুপ্ত সিনেমার দৃশ্য কথা
জিবের ডগায় সোনালি আভায়
লিখে দিতাম প্রেমের বিরহ ব্যথার কবিতা।

লাল টিপ কপালে আলতা পড়ে পায়
দিনের খড় খড়ে আলো রাতের আঁধার
এক সাথে ব্যাগে ভর্তি করে সুপ্ত অভিমানে
মেঘ বালিকার সঙ্গে পালিয়ে বাঁচতাম।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর