ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গোটা মুসলিম বিশ্বের জন্য লজ্জাজনক।
তিনি আরো বলেছেন, ইসরাইলের আগ্রাসী নীতির কারণে যখন বিশ্বের বহু অমুসলিম দেশ ও সংস্থা তেল আবিবের সঙ্গে দূরত্ব বজায় রাখছে তখন কিছু মুসলিম দেশগুলোর এ আচরণ দুঃখজনক। অমুসলিম দেশগুলোর শক্ত অবস্থানের কারণে ইসরাইলের যে ক্ষতি হচ্ছে তা কিছু মুসলিম দেশ পুষিয়ে দেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইন্দোনেশিয়ার রাজধানী
জাকার্তায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ফিলিস্তিন বিষয়ক পঞ্চম বিশেষ সম্মেলনে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যকার ঐক্য শক্তিশালী করতে হবে।
জারিফ বলেন, সব ধরনের দখলদারিত্বের অবসান ঘটাতে আমাদেরকে একটি সংগঠিত কাঠামোর আওতায় কাজ করতে হবে।
জেরুজালেম-খ্যাত আল-কুদসের জনসংখ্যার কাঠামোয় পরিবর্তন এনে শহরটিকে ইহুদিকরণের যে প্রক্রিয়া তেল আবিব শুরু করেছে তার তীব্র নিন্দা জানান জারিফ। ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে ইসরাইলের এই প্রচেষ্টা রুখে দাঁড়ানোর জন্য তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।
সেইসঙ্গে ইসরাইলের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে নীরবতার জন্য জাতিসংঘের তীব্র সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন ইস্যুতে আরো বেশি দায়িত্ব পালনের আহ্বান জানান।-রেডিও তাহরান