স্বপ্ন বুনে ঘুরছি

ড. গোলসা আরা বেগমঃ

পেটে ডাল ভাত নেই
অপুষ্টিতে ভুগছি
হাজারও অসঙ্গতির মাঝে
অবহেলায় বেঁচে আছি।

বুক ভরা ভালোবাসা
চোখ ভরা ক্লান্তি
আশায় বেড়ে উঠছি
পাবো একদিন শান্তি।

যা চাই তা পাইনা
জীবন মানে যন্ত্রণা
নুন আনতে পান্তা ফুরায়
ফুটপাত আমার ঠিকানা।

দু’মুঠো ভাতের খুঁজে
মাথা কুটে মরছি
আলোছায়াহীন জীবনে
স্বপ্ন বুনে ঘুরছি।

কার কি আসে যায়
কে রাখে কার খোঁজ
সবাই থাকে দুধে ভাত
বুঝে শুধু নিজের বুঝ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর