কানাডায় সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশি ছাত্র নিখোঁজ

হাওর বার্তা ডেস্কঃ কানাডার অটোয়ায় সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশি এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছেন।

নাজিব সাদেক চৌধুরী নামে ওই ছাত্র অটোয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন।

কুইবেক পুলিশ জানায়, কানাডার স্থানীয় সময় রোববার দুপুর ১টা থেকে তার খুঁজে যাতিনিউ নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ওই ছাত্র আর ওঠে আসেনি।

নিখোঁজ শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, নাজিব সাদেক চৌধুরী অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্,য এ সময়টাতে কানাডায় আবহাওয়া অনেক ভালো থাকায় অনেকেই পরিবার পরিজন নিয়ে বাইরে ঘুরতে বের হন।

অনেকের সাঁতার এবং মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকেন। বাংলাদেশি ছাত্র নিখোঁজের সংবাদটি কানাডার স্থানীয় পত্র-পত্রিকায় প্রচার হওয়ার পর অটোয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর