ড.গোলসান আরা বেগমঃ
কত ভালোবাসা ধার দিয়েছি
ষোড়শী যৌবনা নদীকে
ফুলকে কোলে তুলে গন্ধ নিয়েছি
খুঁজেছি দেবো কাকে।
বুঝেও না বুঝার ভান করেছো
নিজেকে উচ্চ মাত্রার প্রেমিক ভেবেছ
বসে থাকিনি হাত দিয়ে গালে
রখমারি মালা গেঁথে
ভাসিয়ে দিয়েছি সাগর জলে।
তুমি যে সুচতুর অভিনেতা
ঘুরতে মৌমাছির মতো ফুলে ফুলে
এই বিশ্রি অভিনয়
কেন করেছিলে? যাইনি ভুলে।
আমার হাত চোখ প্রেমের বুক জানে
তুমিও জানো
হৃৎপিন্ড থেকে ওঠে আসা অস্থিরতা
একটি ঠোঁটের আশায়
গোলাপের ক্রন্দন কতো গভীর ছিলো।
তুমি চেয়েছিলে আঙ্গুলে সূতায় বেঁধে
লাটিমের মতো ঘুরাবে
মিথ্যে আভিনয় করে
মধু খেয়ে ছুঁড়ে ফেলে দিবে।
ছুটতে ছুটতে নদী সাগর পাড়ি দিয়ে
দেখলাম নিজস্বতার আগুনে জ্বলছি
দুঃখী পাখিগুলি মিলিয়ে গেলো দিগন্তে
নখের ডগায় বসে নিজেকে বলছি–
এই ভালোবাসা আমার
ছাই হয়ে ধুলোয় মিশার কি দরকার।