বছরের ৭০তম ব্যক্তির মৃত্যুদণ্ড রবিবার কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাথর দিয়ে আঘাত করে একজনকে হত্যা করার দায়ে আলা আল জাহারানি নামের এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, লোহিত সাগরের পার্শ্ববর্তী শহর জেদ্দায় জাহারানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এবছর যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের মধ্যে ৪৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। গত ২ জানুয়ারি শিয়া নেতা নিমর আল নিমরসহ এই ৪৭ জনের শিরশ্ছেদ করা হয়। এর পরই ইরানের সঙ্গে তীব্র কূটনৈতিক বাদানুবাদে জড়িয়ে পড়ে সৌদি ও তার প্রতিবেশী মিত্ররা।
গত বছর ১৫৩ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সৌদিতে। সূত্র: এএফপি