ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ঢাক-ঢোল, ভুভুজেলার শব্দ আর উল্লাসধ্বনিতে প্রকম্পিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা।সেখানে একসঙ্গে খেলা দেখতে জড়ো হয়েছেন শত শত ক্রিকেটপ্রেমী। ওই এলাকায় বসানো হয়েছে বড় পর্দা।
ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।কিন্তু রবিবার বিকেল থেকেই কালো মেঘ ছিল রাজধানীর আকাশ। সন্ধ্যায় শুরু গুড়ি বৃষ্টি। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচণ্ড ধুলোঝড়। প্রবল বাতাসের তোড়ে পিচের উপর আবরণ সরে যায়। এরপরই নামে প্রবল বৃষ্টি। নিভে যায় ফ্লাডলাইটের আলো। প্রচণ্ড ঝড়ে স্টেডিয়ামের বড় পর্দাও ক্ষতিগ্রস্ত হয়।।সন্ধ্যা সাতটায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।
ঝড়-বৃষ্টির কারণে উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়ে।খেলা শুরু হবে এ আশা ছেড়ে দিয়েছিলেন অনেকে। আবার ।অনেকে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে টিএসটিতে বসে ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে খেলা দেখতে টিএসসি এসেছেন অনেকে। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে, মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে খেলা উপভোগ করছেন সবাই।
টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, কানায় কানায় পরিপূর্ণ টিএসসি এলাকা। টিকেট না পেয়ে ক্রিকেটপ্রেমীরা টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে এসেছেন। বাংলাদেশ এশিয়া কাপে চ্যাস্পিয়ন হবে এ আশায় করছেন সবাই।টিএসসি এলাকা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলগুলোর টিভিকক্ষেও ভিড় করেছেন শিক্ষার্থীরা।