টকিও অলিম্পিকে আজ মাঠে নেমেছে ব্রাজিল ও আর্জেন্টিনা

হাওর বার্তা ডেস্কঃ ২০১৬ অলিম্পিকের ফাইনাল যেন ২০২১ এর উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ পাঁচ বছর আগে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে ফাইনালে নেমেছিল ব্রাজিল।

আজ জাপানের ইয়োকোহামার ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে সেই জার্মানির প্রতিপক্ষ সেলেকাওরা।

ফাইনালের সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে ব্রাজিল। সেবার টাইব্রেকারে নেইমারের শেষ শটে বল জালে পাঠিয়ে প্রথমবারের মত অলিম্পিকের স্বর্ণ পদক জিতেছিল ব্রাজিল।

বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৫টায় টকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের পর্দা উঠেছে গতবারের দুই ফাইনালিস্ট দিয়ে।

আর ইতোমধ্যে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাও মাঠে নেমেছে আজ। বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৪টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আলবেসেলেস্তারা।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মেসির হাত ধরে অলিম্পিকের স্বর্ণ জিতেছিল আর্জেন্টাইনরা। এবার নেহুয়েন পেরেজের নেতৃত্বে স্বর্ণ জয়ের মিশনে জাপান পাঠানো হয়েছে আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলকে। কোচ হচ্ছেন ফার্নান্দো বাতিস্তা।

অন্যদিকে দানি আলভেসে ভরসা এবারের ব্রাজিল দলের। বাকি সবাই তরুণ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর