ড.গোলসান আরা বেগমঃ
মণি মুক্তা হাতে দিয়ে বলেছিলাম
হীরা পান্না কিনে দেবো এগিয়ে যাও
পদ পদবি হাত তালি যা প্রয়োজন
উপরে ওটার সিঁড়ি দেবো যদি চাও।
ছল করা ছলের ধরণ বুঝিনি
তারে রাখি মাথার উপরে তুলে
দুধ ভাত খেতে দেই ভাটি ভরে
প্রতারক হতে পারে যাই ভুলে।
বুঝতে পারিনি মীরজাফর হতে পারে
মিন মিনে কথার শয়তান হতে পারে
মুখোশধারী বেঈমান হতে পারে
লুটে খেয়ে চিনতাইকারী হতে পারে।
সভা সেমিনারে ইচ্ছা অনিচ্ছায় হউক
সে বলতো আমায় সভার মধ্যমণি
মানুষ গড়ার কারিগড় কলেজ মাতা
কথার ফুলঝুড়িতে গাঁথতো কাব্য কথা।
লোভাতুর মুখের প্রতারণার ভান বুঝিনি
দিয়েছি যা ছিলো অন্তরে গুপ্ত ভান্ডারে
ভাবিনি সে আমার মাথায় ভাংবে কাঁঠাল
করেছি ভুল বিশ্বাসে আপন ভেবে তারে।
ফুল ফুটাবার খেলা শেষে চোখ খুলে দেখি
চিনিয়ে ফুলের মালা সেই রাজা বাহাদুর
বিশ্বাসের ঘরে চুরি করে হয়েছে চাটুকার
কষ্ট পাইনি চিনেছি বিবেকহীন বড় চুর।
বুঝিনি যাদুর বাঁশির ছোঁয়া চিনিনি যাদুকর
সাপের পায়ে রেখে পা সাপের খেলা খেললাম
বুঝিয়াও সে দিন ভাবিনি তারে দুরন্ধর স্বার্থপর
নিজ হাতে ব্যথার নীল কন্ঠ হাসি তুলে নিলাম।
নাটকের অভিনয় দেখে বুঝিনি তার ভন্ডামি
যা করেছে সে সবই সাজানো ছলচাতুরি মেকি
মোর পানে চেয়ে হাসে পরান ভরে জয়ের হাসি
বোকার হদ্দ আমি ছল করা বল খেলা দেখি।