আশরাফুল মোসাদ্দেকঃ
টুংটাং টুংটাং চামচের শব্দ
পেয়ালায় ছিলো জল বিবিধ শক্তি-মাত্রায় জব্দ
লহরি নহরে প্লাবিত কম্পনে বোধগুলো স্তব্দ
টুংটাং টুংটান হাওয়ায় গান
শূন্য পেয়ালাগুলোই বিতোভেন সিম্ফনির প্রাণ
পেয়ালা এবং চামচ দু’জনের হলো বাগদান
চুরমার চুরমার খুব
আসন থেকে দ্রুত অপসৃত ভগবান নিশ্চুপ
মঞ্চের চেয়ারগুলো পূর্ণ করে দশচক্র ডুব
চুরমার চুরমার সুর
পলস্তরাও বালি-সিমেন্টের অনুপাতে বিভোর
ভূপাতিত আকাঙ্ক্ষাগুলো পাবে কি কোনোদিন ভোর
দুয়ারে দুয়ারে নহবত
তোমার দরবার খুঁজে পেয়েছে সবগুলো পথ
সূর্যবংশীয় পদানসীন তুমি প্রিয় দশরথ
দুয়ারে দুয়ারে বালিকারা
বিমলানন্দে চমৎকার আলো আছো আত্মহারা
জলের ভিতর কাঠি দিয়ে কারা যেনো দেয় নাড়া