ড. গোলসান আরা বেগমঃ
রুখে দাঁড়াও।কার বিরুদ্ধে
তুমি কে?
পারবে স্রোতের প্রবাহ ঘুরিয়ে দিতে
সে শক্তি আছে কি পায়ে হাতে।
আহা! উপদেশ দেয়- মেরুদন্ড সোজা করে দাও
কেন? মেরুদন্ডে সমস্যা কি?
নরম পায়ে হাঁটো।কথা বলো নীচু স্বরে
সাহস সঞ্চয় কর বুক পকেটের ঘরে।
মনের ময়না গর্জে ওঠে বলে
গরুর খুঁটায় বাঁধা
পেছানো মাকড়সার জালে
মানি না এই জীবন।
এই আদেশ ওর উপদেশ
বিধি বিধানের জঞ্জাল
পায়ে বৃত্ত আঁকা
দেয়ালের পর দেয়াল।
শাবল হাতে দাঁড়াও
হাত পা বাঁধা শেকল
ভেঙ্গে কর চুরমার
মনের পাখীরে দাও স্বাধীনতা
বনে ছেড়ে কর উদ্ধার।
ঐ তাদেরকে বুঝিয়ে দাও
তুমিও এই পৃথিবীর অংশিদার
প্রকৃতির আলো বাতাসে
তোমারও আছে সমধিকার।