ব্যস্ত শহর ঢাকা

 ড.গোলসান আরা বেগমঃ

ঢাকা শহরে উধ্ব শ্বাসে ছুটছে মানুষ ভাবছে
কোথায়া যাবে কি খাবে কোথায় হবে থাকা
কেউ কারো দিকে চোখ ফিরায় না সময় নাই
জীবন আছে প্রাণ নাই ব্যস্ত শহর ঢাকা।

বিত্তহীন আর বস্তিবাসির জীবন যেন নাভিশ্বাস
চাল থাকলে ডাল থাকে না পান্থা ভাতই যথেষ্ট
মরণ লড়াই করে তারা তুচ্ছ মশা মাছির মত
রঙের ফানুস ঢাকাই জীবন দেখে তাতেই তুষ্ট।

পথের মাঝে খাচ্ছে কেউ করছে ফুটপাতে বসবাস
কেউ সাজায় সুখের কারুকার্য আঁকা পুষ্প নিবাস
আকাশ ছুঁয়া ফ্লাট বাড়িতে জ্বলে বর্ণীল ঝাড়বাতি
বসে নাচের আসর চোখ ধাঁধানো কতো তেলেসমাতি।

লাল নীল বাতি দেখে কেউ পায় সুখ, থাকুক পেট ফাঁকা
ধুকে ধুকে মরচে কেউ রোগে বস্তিতে ময়লা আর্বজনায়
অর্থ কড়ি না থাকলেও মস্ত বড় বাহাদুর তারপরও বলে
বেশ আছি ভালো আছি থাকি তো রাজধানী ঢাকায়।

কোটি পতির গাড়ির বহর শ্বেত পাথরের বাড়ী ঘর
কালো টাকার পাহাড়ে ঘুমায় আলোঝলমল জীবন
যে যার মত লুটে পুটে খায় করে গরীবের ধন চুরি
কে যে মানুষ রঙের ফানুস কেউ কারো নয় আপন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর