স্ত্রীর সমর্থনে সেঞ্চুরি পেলেন লিটন!

হাওর বার্তা ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত খেলেন লিটন দাস। এক কথায় জিম্বাবুয়ের বোলারদের ত্রাস তিনি। এই জিম্বাবুয়ের বিপক্ষেই  তিন ওয়ানডের মধ্যে দুটিতেই করেছিলেন সেঞ্চুরি। এর মধ্যে আবার একটি ইনিংস বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই সেরা ১৭৬ রান।

আর সেই লিটনই হারিয়ে গেলেন শুক্রবারের ম্যাচের আগের আটটি। সেই আট ম্যাচের লিটনের সর্বোচ্চ রান ২৫ মাত্র।

কিন্তু হঠাৎ করেই মিরপুর গ্রাউন্ডের সেই লিটনকে খুঁজে পেল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১১৪ বলে ১০২ রানে থামল তার ব্যাট।

হঠাৎ এমন দুর্দান্ত হয়ে যাওয়ার পেছনে সহধর্মিণীর সর্মথন কাজ করেছে বলে জানান লিটন।

ম্যাচসেরার পুরস্কারটি নিতে এসে লিটন বলেন, ‘আমার চাওয়া তো সবসময়ই রান করা। প্রতিটা ব্যাটসম্যানই চাইবে রানে থাকতে। কোভিডের আগে আমি একটা ভালো ধারাবাহিকতা পেয়েছিলাম। কিন্তু কোভিডের পর আন্তর্জাতিকে ফেরাটা একটু কঠিন হয়ে যায়।  এভাবে দেখতে দেখতে আটটা ইনিংস গেছে আমার। চেষ্টা করেছি যত ইনিংসই খেলিনা কেন, যেন ভাল করতে পারি, দলকে কিছু দিতে পারি। পাশাপাশি বড়রা সমর্থন দিয়ে গেছেন, পরিবার বিশেষ করে স্ত্রীর কাছ থেকে সমর্থন এসেছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর