ড. গোলসান আরা বেগমঃ
রক্ষক যদি হয় সাধু ভক্ষক
বিশ্বাস হয় যদি অবিশ্বাসের বাবা
কি ভাবে রক্ষা করবে
অশুর বাঘ সিংহের থাবা।
সত্য যদি পরিনত হয় মিথ্যার আবর্জনায়
লোহা পাথর মণি মুক্তা গলিয়ে
মাথায় রেখে হাত
মানবতা যাবে পালিয়ে।
যাকে আজীবন ভেবেছ আপন
সে যদি হয় মীরজাফর খুনী ঘাতক
তুমি যতই থাকো সাবধানে
খাবে খুঁড়ে তোমার উর্বর মাংসল বুক।
যুগে যুগে বিশ্বাসের ঘরে করে চুরি
চুর হয়েছে রাজার মহারাজা
তবে ঠিকেনি তাদের সোনার বৈঠা নাও
পেয়েছে দাঁত ভাঙ্গা জবাব নিষ্টুর সাজা।
ফুল হাতে করলে ভুল
দিতে হয় পাপের মাশুল।