ড. গোলসান আরা বেগমঃ
বৃষ্টির ফুল দোলে দোল কলাপাতায়
শাপলা ফোটা খালে বিলে থৈ থৈ জলে
রিম ঝিম সুরে তানপুরা মিহি সুরে
টিনের চালে নূপুর পায়ে নাচে তালে তালে।
রোদে ভিজে বৃষ্টির ফুল কুড়াই কদম তলায়
উড়ে মেঘের চূল কী অদ্ভুত
কাঁদে আকাশ চোখ মুছে দুর নীলিমায়
মনে হয় মেঘ বালিকা গাইছে গান।
বৃষ্টি স্নাত পাতার তলে লুকিয়ে থাকে টুনটুনি
কাম শিহরণে বর্ষা নামে দুর্বাঘাসে
ঘাসের নোলক কাঁপে অদৃশ্য মগ্নতায়
আঁচল টেনে বিষাদের উল্লাসে।
কোথায় যায় রোদে পুড়ে মেঘের নাও
ঢেউ ভাঙ্গা পাহাড়ের মাথায়
পর্দা টেনে দাঁড়ায় বর্ণালী রঙধনু
ঝুম বৃস্টিতে ছবি আঁকে কাব্য কথায়।
চোখ ভর্তি কাঁচা ঘুম নিয়ে জেগে ওঠে
সোনালি ভোর টাপুর টুপুর দুপুর
বৃষ্টির ঠোঁটে মিহি সুর রেখে হারায়
মেঘমালা জয়োধ্বনি নিয়ে নিরুদ্দেশে।