ড.গোলসান আরা বেগমঃ
আমার কবিতা
মাটির ছায়ায় বিছিয়ে চাদর
আশার আলো ছড়িয়ে দিয়ে
ভালোবাসার পুষ্প তুলে হাতে
দুখিনী মায়ের পাথর কষ্টের কথা বলে।
শাক ভাত তৃপ্তিতে তুলে মুখে
মাটি ঘেঁষা মানুষ
হাত পা যাদের একমাত্র সম্বল
সজিব তারুণ্য তুলে আঁচলে
আমার কবিতা তাদের শোনায় আশার বাণী
আমার কবিতা
নিষ্পাপ শিশুর মতো করে আপন
বাঁশ জঙ্গলের নিচে বসে
ঘাসের টোপর মাথায় দিয়ে
সাদা মনের কৃষকের হাহাকারের কথা বলে
একাত্তরে গিয়েছিলো যারা
পরাধীনতার শেকল ভাঙ্গতে
মায়ের বুক করে খালি
রক্তে রজ্ঞিত করে মাটি
বহুজন আসেনি ফিরে
আমার কবিতা নত শিরে তাদের কথা বলে।