ড. গোলসান আরা বেগমঃ
হাত পা বাড়াও দু’হাতে সরাও কালিমা
অন্ধকার,অন্ধুকারের রাক্ষুসে পিপাসা
স্বপ্নের অক্ষর দিয়ে সাজাও ঠিটির ভাষা
উচুনীচু ক্ষতবিক্ষত অসম্ভবে বাঁধো বাসা।
ধূলি বালি উড়াও শক্তি সাহসের সম্পর্ক ঘটাও
দূূর্ভেদ্য বন্ধুর পথ আটকে দাঁড়ানো
ভুত পেত্নি রক্ত খাদক ভয় দেখায় যারা
বেরিয়ে যাবার পথ পাবে না খুঁজে দু’চোখে।
যদি বাঁচতে চাও উপরে রেখে চোখ মাথা উচু করে
সঙ্গী হবে কতো দুধের মাছি প্রজাপতি
তাদের প্রেমিকা হও ফুলে গেঁথে মালা
ঘি আর আগুন রাখো এক পাত্রে।
শুভাকাঙ্ক্ষি গ্রহ তারা আসবে ছুটে
শক্তির পুঁজারি বন্ধুর বিশ্বাস ঘাতক
বসবে পাশে পঞ্চ প্রদীপ জ্বেলে
অন্ন বস্র শর্ষে ক্ষেতে তুমিই একক।
স্বপ্নকে বাড়িয়ে দাও গোল পোস্টে
কিসের ভয়।দশ পদ্ম রাখি হাতে
শক্তির ধারক বাহক বধির পৃথিবী
সঙ্গে নিয়ে আঁকো কারুকার্যের ছবি।