ড.গোলসান আরা বেগমঃ
দোষের কথা বলতে গেলে
গুনের সংখ্যা গুনতে গেলে
হাতের কড়া গন্ড়া
শেষ হবে না
লুম বাছলে কম্বল পাবে না।
চোখ থেকে নাক বেয়ে ঠোঁটে
ভালোবাসার প্রবল ঢেউ ছুটে
কথায় কথায়
বাহারী ফুল ফুটে
সুখের পাখী
সুখের ছন্দ লুটে।
অনিন্দ্য ছন্দ
দৃশ্যের আড়ালে
অতিথি ঝিঁঝি বসে জঞ্জালে
সুখের ঘরে
ছড়ায় দুখের ছানা
ঠোঁটের ঘটি বাটি হয় অচেনা।
একরাশ ঘৃনা
নামে যন্ত্রণা বেয়ে
মধুরতা পালায়
জানালা দিয়ে
দুঃখ উড়ে উড়ে
করে ঘোষণা
বলে
জীবন মানে মহাযন্ত্রণা।
চূন খসলে তেতে ওঠে
পানের বুক
উত্তাপে পুড়ে সুখের
সুখ সংসার
তারপরও গুচ্ছ বনে মিশে থাকি
জীবন তো চমক
স্বপ্নের সহচর।