মাগো তাড়িয়ে দিও না

 ড.গোলসান আরা বেগমঃ
মা গো আমার কি দোষ বলো
ওরা শকুণের চোখে তাকিয়ে থাকে
যখন তখন ফ্লাইং কিস দেয় ছুঁড়ে
যদিও নিজেকে রাখি অাগা মাথা ঢেকে।
আমার ভাই এতো বড় সর্বনাশ করবে
তা কি কোন দিন ভেবেছিলাম
সে আমায় নিয়ে গেলো ওখানে
যৌন খাদকের হাতে যৌবন হারালাম।
নেশার টাকা পাওয়ার প্রলোভনে
এমন কাজ করতে পারে বুঝিনি
মা রে কি যে পাশবিক নির্যাতন
কি করে বলবো তোমায় সে কাহিনী।
সমাজে মুখ দেখাবো উপায় ছিলো না
ওরাই তুলে দিলো নিষিদ্ধ জায়গায়
সেই থেকে অামি নষ্ট মেয়ে তোমার
কত জন অামার দেহ খুবলে খায়।
মা তোমাদের জন্য প্রাণ কাঁদে মন পুড়ে
ইচ্ছে করে পালিয়ে অাসি স্বাভাবিক জীবনে
এসেছিলাম কুকুরের মতো তাড়িয়ে দিলো
বড় রাস্তার মোড়ে ভাইয়া অামার চুল টেনে।
বোরকা পরে লুকিয়ে  একদিন এসেছিলাম
মা তুমি ওঠান ঝাড়ু দিচ্ছিলে অাছঁল টেনে
তোমার অসুখ বিসুখ কি না বুঝতে পারিনি
ভাইয়া কোথায় ছিলো কি করছিলো কে জানে।
আমার বিলাসিতার অভাব নেই রঙিন জগৎ
কত লোক অাসে যায় ফূর্তি করে রাত ভর
মা গো তাড়িয়ে দিও না।নিয়ে যাও অামায়
ঘৃনার জীবন সহ্য হয় না,বুক করে ধরফর।
কখন গলায় ফাঁসি নেই মুখে বিঁষ ঢালি
আমি হরিয়ে গেলে কার কি যায় অাসে
আমার ও-তো বাঁচতে ভীষণ ইচ্ছে করে
তাড়িয়ে দিও না।বুকে নাও ভালোবেসে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর