ড.গোলসান আরা বেগমঃ
তুমি তো বলেছিলে আকাশ দিবে কিনে
সেই থেকে আকাশের দিকে তাকিয়ে থাকি,
কবে আকাশের ঠিকানায় এসএমএস পাঠাবো
প্রেমের ঠিটি বুকে ভরে বার বার দেখি।
না চাইতেই বৃস্টি দিলে
তৃষ্ণার্থ সাহারা মরুভুমি মন
বাড়িয়ে দিলো প্রেমিক ঠোঁট
নিঃশ্বাসে পেলো ঝাড়বাতি জীবন।
গালে গড়ালো গোলাপের জল
আমি তো চাইনি সুগন্ধি ফুল
হীরা কিংবা মানিক রতন
দুধের নহরে ভাসিয়ে দিলে দু’কূল।
দুধের মাছি উড়ে আর উড়ে
গান গায় সুদিনের
ডানা ওয়ালা মৌমাছির মত
রঙিন দৃশ্যপট আঁকে জীবনের।
একটি পাহাড়,মুক্ত নীলাকাশ
তরুণের তারুণ্য,সবুজের লাবণ্য
কিনতে গিয়ে দেখি
সব অপেক্ষা সজিবতা শুণ্য।
তুমি জেনে নাও,হালকা তূলো নয়
চাইলেই ফেলে দিতে পারবে না ভাগারে
তপ্ত আগ্নেয় গিরিতে পুড়ে হয়েছি খাঁটি
আগুনের ভয় নাই । পারবে না দিতে ছুঁড়ে।