বসে থাকি একাকি

অধ্যক্ষ ড.গোলসান আরা বেগমঃ
তোমার পিঠের উপর রেখে চূল
বলতে চাই না কি করেছিলাম
বলে ছিলে -আমার সঙ্গে থাকবে এসো
ইচ্ছে করেই কচু পাতার জলে ডুব দিয়েছিলাম।
প্রজাপতির পাখায় করে ভর ঘুরলাম
শুরু করতে পারলাম না কি ছবি আঁকবো
রং তুলি ছিলো হাতে, সব রং ঠোটে
বলো তোমার কোন স্বপ্ন কপালে আঁকবো।
কি কথা বলবো? হলো না বলা
জানালায় রেখে চোখ চাঁদকে ডাকি
না আমি আর কিছু বলতে চাই না
আবির মাখা ঠোঁটে ঘোমটা টেনে রাখি।
শুরু করবো কথা- যদি চাও এক্কুনি
তুমি বললে–আজ থাক অন্যদিন
সূর্য লুকালো আঁধার ঘরে চাঁদ এলো
কেন তুমি এলে না। আর কোন দিন।
কেন নখ কামড়াই
চূলে মুখ ঢেকে
                 বসে থাকি একাকি।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর