হাওর বার্তা ডেস্কঃ আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জুলাই) বিকালে দাওরার একটি স্কুলের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
লেবানন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সৈয়দ বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু তপন ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা দোলা মিয়া। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি বিপ্লব মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপদেষ্টা বাবুল মুন্সি, আজাদ ভূঁইয়া, আব্দুল শহীদ, সহ-সভাপতি আতিকুর রহমান, রুবেল আহমেদ, সফিক মিয়া, হিরণ মিয়া, আব্দুর রাজ্জাক, শেখ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলা, মোস্তফা কামাল মণ্ডল, জাহাঙ্গীর মিয়া, জাহাঙ্গীর আলম, সোহেল মিয়া, মুন্না খন্দকার, শামিম আকন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজ মোল্লা, মো. সামসুজ্জামান জামান, জোনায়েদ মিয়া, সুমন মিয়া, রনি ভূঁইয়া ও প্রচার সম্পাদক শাহিন মির্জাসহ অনেকে।
অনুষ্ঠানে ৮৭ সদস্যবিশিষ্ট লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই আজকে সুদূর লেবাননের মাটিতেও এই গৌরবময় দলের রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করেই আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান তারা। এ সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনাসহ বিভিন্ন স্লোগানে স্লোগানে ভরে ওঠে হল কক্ষ।
অবশেষে অনুষ্ঠানে প্রবাসী শিল্পী মো. ফারুকের গান পরিবেশনে লেবানন যুবলীগ, শ্রমিক লীগ ও সব শাখা কমিটির উপস্থিতিতে নেতাকর্মীরা আনন্দে মেতে উঠেন।