কিশোরী “মা”

 

 

ড.গোলসান আরা বেগমঃ

কিশোরী মেয়েটি ছুঁয়েছিলো একটি হাত

বিশ্বাস করে পায়ে পায়ে রেখেছিলো পা

উথাল পাতাল ঢেউয়ের তালে উড়াউড়ি

স্বপ্ন বুনা তালপাতার বাঁশীতে প্রেমের সুরে সুরে।

চোখের নেশা,এসএমএস,ফোনালাপ

যৌবনের উচ্ছ্বাস, মোহনীয় আকর্ষণ

নির্ঘূমে থাকা,লাল নীল গল্পে ডুবে মরা

আহা! কিশোরী প্রেমিক মন করে আনচান।

মেয়েটি অসহায় ঠোঁট ছুঁয়ে বলেছিলো

না না বেশী কাছে এসো না

-যদি কিছু অঘটন ঘটে যায়

না কিচ্ছু হবে না।

এর পরের কথা বলতে দেয়নি

পশু সঙ্গমে ক্ষত বিক্ষত করে জঠরের শরীর।

মাথায় রেখে হাত চেঁচালো, কেউ শুনেনি ভ্রুুন

তোমায় রক্ষা করতে পারেনি

গর্ভ থেকে টেনে অসমাপ্ত ফুল

পলিথিনে বেঁধে ডাস্টবিনে জায়গা হলো।

সেই থেকে কারো নিঃশ্বাসে নেই বিশ্বাস

কুকুর শিয়ালের ঘেউ ঘেউ শব্দে থু ফেলে

রক্তাক্ত শাড়ি ব্লাউজ বুকে জড়িয়ে

হাতের তালুতে কিশোরী মায়ের কবিতা লিখে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর